দেশ

কৃষক আন্দোলনকে সমর্থন করে পদ্মশ্রী, অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্বরা

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদে ও কৃষক আন্দোলনকে সমর্থন করে পদ্মশ্রী, অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্বরা।সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত কুস্তিগীর করতার সিং, অর্জুন পুরস্কারপ্রাপ্ত বাস্কেটবল খেলোয়াড় সজ্জন সিং চীমা, অর্জুন পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড় রাজবীর কৌর খুব শীঘ্রই দিল্লী গিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তাদের পুরস্কার ফিরিয়ে দেবেন। সংবাদ সংস্থা পিটিআইকে অর্জুন পুরস্কারপ্রাপ্ত বাস্কেটবল খেলোয়াড়
সজ্জন সিং চীমা বলেন, আমরা কৃষকের সন্তান। কৃষকরা বিগত কয়েক মাস ধরে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একটি হিংসার ঘটনাও ঘটেনি। তা হলে কেন আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে জলকামান, টিয়ার শেল ব্যবহার করতে হল? কেন তাঁদের দিল্লিতে ঢুকতে দেওয়া হল না? যদি আমাদের প্রবীণ ও ছোট ভাইদের মাথার পাগড়ি পুলিশি প্রতিরোধের কারণে খুলে যায়, তা হলে কেন্দ্রের এই পুরস্কার, সম্মান দিয়ে আমরা কী করব? আমরা কৃষকদের সমর্থন করব। কেন্দ্রের এই পুরস্কার আমরা রাখেতে চাই না। তাই আমরা ঠিক করেছি ফিরিয়ে দেব।’

Related Articles

Back to top button
error: