HighlightNewsদেশ

মমতার যাওয়া নিশ্চিত, বিজেপির আসা নিশ্চিত; পশ্চিমবঙ্গে এক মুঠো চাল অভিযান শুরু করে হুঁশিয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার

টিডিএন বাংলা ডেস্ক: ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরের একমাস পর আজ বর্ধমান থেকে দ্বিতীয় দফার সফর শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন বর্ধমানে রোড শোতে অংশগ্রহণ করার পর একটি জনসভা থেকে এক মুঠো চাল অভিযান শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই সভা থেকেই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নাড্ডার দাবি, বাংলায় পরিবর্তনের হাওয়া লেগেছে। বিধানসভা নির্বাচনের পর মমতার যাওয়া নিশ্চিত এবং বিজেপির আসা নিশ্চিত।

ওই জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন,”পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের মন স্থির করে ফেলেছেন। তাঁরা ভারতীয় জনতা পার্টিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। এটা আমাদের কর্তব্য যে আমরা সরকার গঠন করবো এবং তাঁদের আশীর্বাদ নেব।”

বর্ধমানের ওই সভা থেকে রাজ্যের কৃষকদের কাছে টানতে এক মুঠো চাল অভিযান শুরু করে জেপিন আড্ডা বলেন,”আজ আমরা এক মুঠো চাল অভিযান শুরু করেছি। আমাদের দলের কর্মীরা গ্রামে গ্রামে যাবেন, এক মুঠো চাল সংগ্রহ করবেন এবং মা দুর্গার শপথ গ্রহণ করে বলবেন যে, তাঁদের লড়াই বিজেপির কর্মীরা লড়বেন এবং আমাদের সরকার আসলে কৃষকদের লড়াই লড়ার কাজ করবে।”

Related Articles

Back to top button
error: