HighlightNewsরাজ্য

জমি নীতিতে ব্যাপক পরিবর্তন মমতার, লিজের বদলে ‘ফ্রি হোল্ড’ নীতি আনছে রাজ্য

টিডিএন বাংলা ডেস্ক: জমি নীতিতে ব্যাপক পরিবর্তন আনছে রাজ্য সরকার। ‘ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন বোর্ডে’র বৈঠকে শিল্পপতিদের এমনই সিদ্ধান্তের কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, জমি লিজ দেওয়ার পরিবর্তে ‘ফ্রি হোল্ডে’ নীতি আনছে রাজ্য। এতে করে তাদের হয়রানি অনেকটাই কমবে বলেও শিল্পপতিদের আশ্বস্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার ‘ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন বোর্ডে’র বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের অনেক জমি পড়ে আছে। আমরা ঠিক করেছি সেগুলো নিলাম করে দেব। সেখানে কেউ শিল্প করুক, শপিং মল করুক, বাজার করুক–তাদের ব্যাপার। আমরা চেষ্টা করছি একটা নীতি করার। এখনও হয়নি। লিজে জমি না দিয়ে, শিল্পপতিদের ‘ফ্রি হোল্ড ল্যান্ড ডিড’ করে দেব। তাতে একটু বেশি টাকা দিতে হবে ঠিকই কিন্তু ঝামেলা অনেকটাই কমবে। বারবার এখানে ওখানে করতে হবে না।”

Related Articles

Back to top button
error: