“ভবিষ্যতের জন্য মারাত্মক হতে পারে”;ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন রদ হওয়া পর কেন্দ্রের উদ্দেশ্যে রাহুল গান্ধীর সতর্কবার্তা

টিডিএন বাংলা ডেস্ক: গত দু’দশকে প্রথমবার ভারত এবং রাশিয়ার বার্ষিক সম্মেলন বাতিল হয়েছে। সম্প্রতি নতুন দিল্লির ইন্দো প্যাসিফিক ইনিশিয়েটিভ কোয়ার্ড জয়েন করা এবং আমেরিকার প্রতি আগ্রহ প্রকাশ নিয়ে মস্কোর তরফ থেকে গভীর আপত্তি প্রকাশ করা হয়। এরপরেই এবছরের বার্ষিক সম্মেলন বাতিল হয়েছে। ভারত রাশিয়ার সামরিক কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাপত্র স্বাক্ষরিত হওয়ার পর থেকে অর্থাৎ ২০০০ সাল থেকে লাগাতার ভারত এবং রাশিয়ার এই বার্ষিক সম্মেলন হয়ে আসছে। কৌশলগত অংশীদারিত্বের জন্য এই বৈঠককে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা বলে মনে করা হয়। তবে এ বছর এই বৈঠক বাতিল হওয়ার পর এই বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

একটি টুইট করে কেন্দ্রের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে রাহুল গান্ধী লিখেছেন,”রাশিয়া ভারতের এক গুরুত্বপূর্ণ বন্ধু। ঐতিহ্যবাহী সম্পর্ক ক্ষতি করা আমাদের অদূরদর্শিতার পরিচয় এবং এটা ভবিষ্যতের জন্য মারাত্মক হবে।”

 

অপরদিকে,বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বছরের বার্ষিক সম্মেলন বাতিল হওয়ার পেছনে করোনা পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এটি দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক সম্মতিতে গৃহীত একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের অন্য কোনো অর্থ দর্শানো সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। গুরুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে এহেন ভুল গল্প ফাঁদা একপ্রকার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।