বিজেপিকে বড় দল বানানোর জন্য জম্মু কাশ্মীরের ভাই বোনদের ধন্যবাদ; ডিডিসি নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরের জেলা পরিষদের ২৮০ টি আসনের মধ্যে ২৭৮ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়ে গেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজেপি ৭৫ টি আসনে জয়লাভ করে সবথেকে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিজেপির এই জয়ের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জম্মু-কাশ্মীরের সাধারণ জনগণের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন। টুইটারে অমিত শাহ লিখেছেন,”আমি জম্মু-কাশ্মীরের ভাই এবং বোনেদের ধন্যবাদ জানাতে চাই, যারা বিজেপিকে ভোট দিয়ে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে সবথেকে বড় দল বানিয়েছেন।”

অপর একটি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন,”ডিডিসি নির্বাচনে এত বড় ভূমিকার জন্য জম্মু-কাশ্মীরের মানুষদের ধন্যবাদ। আমি আমাদের সুরক্ষা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের প্রচেষ্টাকে প্রশংসা করি যারা এই নির্বাচন সফলভাবে বিভিন্ন পর্যায়ে পরিচালিত করেছেন। এর ফলে গণতন্ত্রে জম্মু ও কাশ্মীরের জনগণের মনোবল ও আত্মবিশ্বাসে আরও বাড়বে।”

অমিত শাহ আরো লেখেন,”মোদী সরকার জম্মু ও কাশ্মীরের তৃণমূল স্তরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাসকে প্রতিফলিত করে।”