টিডিএন বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরের ২৮০ টি আসনের ডিডিসি নির্বাচনের ফলাফলে ৭৪ টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এগিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি। দলের তরফ থেকে এই ফলাফলের কৃতিত্ব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকেই দেওয়া হয়েছে। বিজেপি এহেন ফলাফল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েকেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন জম্মু-কাশ্মীরের নির্বাচনের ফলাফল অর্জনের মুখে একটা বড়সড় থাপ্পড় মেরেছে। তিনি আরো বলেন, এই জয় গণতন্ত্রের জয়। জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের জয়। তাদের আশার জয়।
এদিন একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন,”জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন কাউন্সিলর নির্বাচনে বিজেপি বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিজেপি ৭৪ টি আসন পেয়েছে, ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ৬৭ টি আসন, পিডিপি পেয়েছে ২৭ টি আসন এবং কংগ্রেস পেয়েছে ২৬ টি আসন। যারা বারবার গুপকর জোটের জয়ের কথা বলছেন তারা এটা জেনে রাখুন বিজেপির বিরুদ্ধে একা না লড়তে পারার ক্ষমতা না থাকার কারণেই এই জোট তৈরি করা হয়েছে।”
তিনি আরো বলেন,”জম্মু-কাশ্মীরের ডিসিসি নির্বাচনে বিজেপি এত ভোট পেয়েছে যে এনসিপি, পিডিপি এবং কংগ্রেসের ভোটের মিলিত পরিমাণের থেকেও তা বেশি। এই জয় জম্মু-কাশ্মীরের জনগণের জয়। তারা এই ফলাফলের মাধ্যমে গুপকর জোটের মুখে একটা বড়সড় থাপ্পড় মেরেছেন। কাশ্মীর ঘাঁটিতে প্রথমবার গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে।”