দিল্লি থেকে দোহাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, ১০০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ পাকিস্তানে

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি থেকে দোহাগামি কাতার এয়ারওয়েজের কিউ আর ৫৭৯ বিমান ১০০ জন যাত্রী নিয়ে দিক পরিবর্তন করে অবতরণ করল পাকিস্তানের করাচি বিমানবন্দরে। এক সর্বভারতীয় সংবাদসংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কাতার এয়ারওয়েজ তরফ থেকে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণেই হঠাৎ রাস্তা বদল করা হয়েছে। যদিও ঠিক কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি ওই বিমানসংস্থার পক্ষ থেকে। তবে সংস্থার তরফ থেকে জানানো যাত্রীরা নিরাপদেই আছেন। শীঘ্রই তাঁদের করাচি থেকে বিমানে দোহার উদ্দ্যেশ্যে রওনা করা হবে।