HighlightNewsদেশ

বিরোধী জোটের বৈঠক ডাকছে কং, আমন্ত্রণ মমতাকেও

টিডিএন বাংলা ডেস্ক : লক্ষ্য, ২০২৪ সালে মোদিকে হারানো। অবিজেপি দলগ‍ুলিকে এক ছাতার তলায় আনার কাজ শ‍ুর‍ু। তাই ফের বিজেপি বিরোধী জোটের বৈঠক ডাকতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। ওই বৈঠকে ডাকা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

১০ মার্চ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া আর মণিপুরের ভোটের ফল। কংগ্রেসের শক্তি বাড়ল, নাকি কমল তা ধরা পড়বে। বোঝা যাবে বিজেপি ম্যাজিক ভাঁটা পড়ল নাকি একই রয়েছে ক্যারিশ্মা। এসব দেখে দিল্লিতে বিরোধী জোটের বৈঠক ডাকা হবে বলে স‍ূত্রের খবর। আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ওই সময় সোনিয়ার ডাকা বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০২১ সালের ২০ আগস্টে হয়েছিল বিরোধীদের বৈঠক। ওই বৈঠকে ঠিক হয়, দেশের স্বার্থেই বিজেপি বিরোধীদের একজোট হতে হবে। তবে ওই বৈঠকে মমতা যে কয়েকটি দলের নেতানেত্রীকে নিয়ে কোর গ্রুপ তৈরি পরামর্শ দিয়েছিলেন, তা হয়নি। ‘ইউপিএ’ বলে আর কিছু নেই বলে মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। কংগ্রেসের বিরুদ্ধেও সরব হয়েছে টিএমসি। দু’দলের সম্পর্ক এখন আর নেই। তবু ২০২৪ সালে বিজেপিকে হারানোর ব্লু-প্রিন্ট তৈরিতে মমতাকে হাতছাড়া করতে চান না সোনিয়া।

Related Articles

Back to top button
error: