মেলেনি পর্যাপ্ত প্রশাসনিক সাহায্য, নিজেরাই অর্থ কালেকশন করে বিলি ভাঙন কবলিত গ্রামবাসীদের
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: ক্রমশ ঘরবাড়ি তলিয়ে গেলেও পর্যাপ্ত সাহায্য মেলেনি প্রশাসনের। কিন্তু বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ায় নতুন করে ঘর নির্মাণের আশায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে আসা সাধারণ মানুষের কাছে অর্থ কালেকশন করে ভাঙনে ক্ষতিগ্রস্তদের হাতেই অর্থ সাহায্য তুলে দিলো ধানঘরা ও হিরানন্দপুর গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি। বুধবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার প্রায় তিন শতাধিক মানুষের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। এসময় কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পরে যখন এলাকাবাসীরা বিপদে পড়েছেন ঠিক তখনই তাদের পাশে দাঁড়ানোয় খুশি রীতিমতো খুশি এলাকাবাসীরা। আগামীদিনে আবারও অর্থ কালেকশন করে মানুষের হাতে তুলে দেওয়ার দেওয়ার কথা ঘোষণা করে কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ করা যেতে পারে, প্রায় মাসখানেক থেকে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে সামশেরগঞ্জ এর হীরানন্দপুর, ধানঘরা শিবপুর সহ বিভিন্ন এলাকা।শুক্রবার রাত থেকেই ভেঙেছে ধুসরী পাড়া এলাকাযও। এতকিছুর পরেও টনক নড়েনি প্রশাসনের। হয়নি পুনর্বাসন কিংবা পর্যাপ্ত খাবার দাবার। ফলে নিজেদের বাঁচার তাগিদে এবং খোলা আকাশের নিচে নিজ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে নিজেরাই বিভিন্ন জায়গায় কাম করে এবং মাইক লাগিয়ে অর্থ কালেকশন করেছেন এলাকাবাসীরা সেই অর্থ এবার বন্টন করে দু’মুঠো খাবার এর জন্য নিজেদের মধ্যে ভাগ করে নিলেন ধানঘরা এলাকার মানুষ।