দেশ

দিল্লি দাঙ্গা মামলায় স্পেশাল সেল সাড়ে ১৭ হাজার পৃষ্ঠার চার্জশিট জমা করল আদালতে; নাম নেই উমর খালিদ, শারজিল ইমামের

টিডিএন বাংলা ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হওয়া উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল সেল বুধবার আদালতে সাড়ে ১৭ হাজার পৃষ্ঠার চার্জশিট জমা করল। বিকেল চারটে নাগাদ কর্কর্দুমা কোর্টে দুটি ট্রাংকে ভরে দিল্লি পুলিশের স্পেশাল সেল ওই বিপুল পরিমাণ চার্জশিট নিয়ে আসে। তবে ওই চার্জশিট সম্পূর্ন নয়।দিল্লি দাঙ্গা মামলায় এখনো পর্যন্ত দ্রুত ২০ জন অভিযুক্তের মধ্যে শুধুমাত্র ১৫ জনের বিরুদ্ধেই তৈরি করা হয়েছে চার্জশিট। ওই চার্জশিটের মধ্যে তাহির হোসেন এবং খালিদ সৈফির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চার্জশিটের মধ্যে মূল ষড়যন্ত্রকারী হওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া উমার খালিদ এবং শারজিল ইমামের নাম নথিভূক্ত করা নেই। এঁদের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা করবে পুলিশ। প্রায় ১৭,৫০০ পৃষ্ঠার চার্জশিটে স্পেশাল সেল মোট ৭৪৭ জনকে সাক্ষী বানিয়েছে। ওই চার্জশিটের মধ্যে টেকনিক্যাল এভিডেন্স, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল ডিটেলস অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে ইউএপিএ আইনের আওতায় অভিযুক্তদের গ্রেফতার করার জন্য দিল্লির সরকার এবং কেন্দ্রের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে।

দিল্লি পুলিশের দায়ের করা এ চার্জশিট অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট থেকে জানা গেছে যে ষড়যন্ত্রকারীরা লাগাতার দাঙ্গাকারীদের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের গাইড করে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে এধরনের প্রায় ২৫ টি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল।এই সমস্ত হোয়াৎসঅ্যাপ গ্রপ গুলিতে দেখানো হয়েছিল যে এগুলি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার জন্য তৈরি করা হয়েছে কিন্তু এই সমস্ত গ্রুপ গুলির সাহায্যেই ষড়যন্ত্রকারীরা দাঙ্গাকারীদের গাইড করছিলেন। পুলিশ জানিয়েছে, তিনটি স্তরে বিভক্ত ছিল এই ষড়যন্ত্রকারীরা। শীর্ষস্তরের, মধ্যস্তরের এবং পদাতিক সৈন্য স্তরের অর্থাৎ যারা দাঙ্গাকারী।

Related Articles

Back to top button
error: