HighlightNewsখেলা

কোপা আমেরিকার পর ইউরো কাপ জয়ী ইতালিকে হারিয়ে ফাইনালিসিমাতে শেষ হাসি হাসলেন মেসিরা, পরবর্তী লক্ষ্য বিশ্বকাপ

টিডিএন বাংলা ডেস্ক: কোপা আমেরিকা জিতে ছিল আগেই। এবার ইউরো কাপ জয়ী ইতালিকে ফাইনালিসিমা ট্রফিতে হারিয়ে শেষ হাসি হাসলেন সেই নিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এখন আর্জেন্টিনার পরবর্তী লক্ষ্য বিশ্বকাপ জয় করা। এই ম্যাচকে অনেকেই ইতালি ও আর্জেন্টিনার মধ্যেকার ম্যাচ না বলে ইউরোপ ও লাতিন আমেরিকার মধ্যে যুদ্ধ বলে উল্লেখ করেছেন। কারণ একদিকে খেলছে ইউরো কাপ জয়ী ইতালি। অন্যদিকে বিপরীতে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইউরোপ না লাতিন আমেরিকা সেরা কে? এই লড়াইয়ে নেমেছিল দুই যুযুধান দল। আর সেই লড়াইয়ে ইউরোপকে অর্থাৎ ইতালিকে তিন গোলে হারাল লাতিন আমেরিকা অর্থাৎ আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ইউরো কাপ-জয়ী ইতালিকে পরাস্ত করে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের।

খেলার প্রথম অর্ধেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্তিনেজ। ২৮ মিনিটে অধিনায়ক লিওনেল মেসির নীচু ক্রস থেকে গোল করেন লৌতারো মার্তিনেজ। দ্বিতীয় গোলটি আসে ঠিক তার ১৮ মিনিট পরে। অ্যাঞ্জেলো দি মারিয়ার শটে দুই গোলে এগিয়ে যায় কোপা চ্যাম্পিয়নরা। আর পুরো ম্যাচে ফিরে তাকাতে হয়নি মেসি, মারিয়া, মার্তিনেজদের। বিরতিতে খেলার ফল ছিল ২-০। তবে কফিনের শেষ পেরেকটি মারেন পাওলো ডিবালা। ম্যাচের অন্তিম মুহূর্তে শেষ গোলটি আসে তাঁর পা থেকেই। ম্যাচের শেষ লগ্নে মেসির অনবদ্য অ্যাসিস্টে গোল করে আর্জেন্তিনার জয়ের ব্যবধান বাড়ান দিবালা। খেলা দেখতে হাজির ছিলেন ৮৭ হাজার ১১২ জন দর্শক। তাঁদের সামনেই অনবদ্য ফুটবল উপহার দিয়ে স্বপ্নের দৌড় অব্যাহত রাখল মেসির আর্জেন্তিনা। ২০১৯ সালের জুন থেকে এই নিয়ে টানা ৩২টি ম্যাচে অপরাজেয় আর্জেন্তিনা। ১৯৯৩ সালের পর গত বছরই কোপা আমেরিকা জিতেছিল মেসির দল।

প্রসঙ্গত, কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্স-এর পুনরুজ্জীবন ঘটল ফাইনালিসিমার মাধ্যমে। গত বছরই উয়েফা ও কনমেবল সম্মিলিতভাবে মউ স্বাক্ষরের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিল ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের দ্বৈরথটি হবে, যার নাম ফাইনালিসিমা। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নের মধ্যকার এই ম্যাচটি প্রায় তিন দশক পরে আয়োজিত হলো, যেখানে এর আগের বারও চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ১৯৯৩ সালে আর্জেন্তিনা ডেনমার্ককে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলের ব্যবধানে পরাস্ত করেছিল, নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর। এই ট্রফিটি ইউরোপিয়ান/দক্ষিণ আমেরিকার নেশনস কাপ নামেও পরিচিত। এই বছরেই এই কাপের নাম হয়েছে ফাইনালিসিমা ২০২২।

Related Articles

Back to top button
error: