HighlightNewsদেশবিনোদনরাজ্য

হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু সংগীতশিল্পী কে কে’র, দাবি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: বাংলায় সংগীতের অনুষ্টানে এসে হঠাৎ মৃত্যু কলে ঢলে পড়েন বলিউডের বিখ্যাত সংগীতশিল্পী কে কে’র। তাঁর মৃত্যুর কারণ নিয়ে চলছে জল্পনা। অনেকেই তাঁর মৃত্যুর জন্য ওই অনুষ্টানের আয়োজকদের চুড়ান্ত অব্যবস্থারকেই দায়ী করেছেন। পাশাপাশি প্রশাসনের অবহেলাকেও দায়ী করেছেন অনেকেই। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু সংগীতশিল্পী কে কে’র, দাবি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে।

জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ময়নাতদন্তের চিকিৎসকরা “মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন” রোগের নাম উল্লেখ করেছেন। তারা আরো জানাচ্ছেন এই রোগের ফলে কৃষ্ণকুমার কুন্নাথের হৃদপিন্ডে রক্তের পাম্পিং বন্ধ হয়ে যায়। এর জেরে কেকে-র লাংস ও মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েই তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কোন ব্যক্তির সুপ্ত হৃদরোগ থাকলে তাঁর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন রোগটি হয়। প্রয়াতঃ সংগীতশিল্পীর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, কলকাতায় আসার আগে তাঁর হাত ও কাঁধে ব্যথা ছিল। এছাড়া গায়কের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। তাই তিনি মাঝে মাঝেই এন্টাসিড খেতেন।

Related Articles

Back to top button
error: