এবার হাওড়া থেকে এসপ্ল্যানেডের দিকে অক্টোবরেই ছুটবে মেট্রো! চলছে জোর প্রস্তুতি

টিডিএন বাংলা ডেস্ক: শিয়ালদহ-ফুলবাগান মেট্রো পরিষেবা চালু হওয়ার পর এবার হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো আধিকারিকরা। এই বছরের শেষের দিকে সম্ভবত অক্টোবর মাস থেকেই ছুটবে সেই মেট্রো! যে কারণে চলছে জোর প্রস্তুতি। তবে এখনই শুরু হচ্ছে না এই রুটে যাত্রী পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রো আধিকারিকরা আপাতত ট্রায়াল মেট্রো চালানর সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের পরিষেবা শুরু হতে এখনও প্রায় এক বছর সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি শিয়ালদহ-সেক্টর ফাইভ শাখায় মেট্রো পরিষেবা শুরু করে বেশ লাভবান হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। পর্যাপ্ত যাত্রীও পাওয়া যাচ্ছে প্রতিদিন। সেই সফলতার উপর ভিত্তি করেই কি হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা দ্রুত চালু করতে চাইছে এমন প্রশ্নও দেখা দিচ্ছে। যদিও মেট্রো সূত্র খবর, অনেক আগে থেকেই এই রুটে কাজ চলছিল। পূর্ব নির্ধারিত সূচিতেই চলছে কার্যক্রম।