এলাকায় পরাজয়ের জন্য মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দুষলেন বুথ সভাপতি
কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: এবার লোকসভা নির্বাচনে পঞ্চায়েত এলাকায় হারের জন্য এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীকেই সরাসরি দায়ী করলেন বুথ সভাপতি। রবিবার বীরভূমের মহম্মদ বাজার ব্লক এলাকার রামপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে সরাসরি সেই অভিযোগ তোলেন। পাশাপাশি সেই মন্ত্রীর এক স্নেহধন্যকেও কাঠগড়ায় তোলেন তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বলেন সংশ্লিষ্ট বুথ সভাপতি সিপিএম থেকে এসেছে তাই এই ধরনের মন্তব্য করছে।
গত লোকসভা নির্বাচনে বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও অনেক বুথে পিছিয়ে আছে। সেই ফাঁকফোকর মেরামতি করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। সংগঠনের জেলা সভাপতি অনুব্রত মন্ডল জেলার সমস্ত অঞ্চলে র বুধ ভিত্তিক সাংগঠনিক সভা করে চলেছেন। এদিন মহম্মদ বাজারের রামপুর অঞ্চলের সভা থেকে বিষ্ণুপুর এর ২৪১ বুথ সভাপতি ফাইজুর রহমান এলাকার বিধায়ক তথা মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় এবং সংশ্লিষ্ট অঞ্চলের দীর্ঘ দিনের পুরনো কর্মী রাকেশ মণ্ডল এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। বিগত লোকসভা নির্বাচনে ওই বুথ থেকে ১৮১ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডল বিগত লোকসভা নির্বাচনে হারের কারণ জানতে চাওয়াই তিনি বলেন,” আমাদের মন্ত্রীর দোষে হেরেছি। আমাদের এলাকায় একজন নেতা আছে( রাকেশ মণ্ডল) দিনের বেলায় তৃণমূল রাতে বিজেপি। বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা এই বুথে পাঁচটি ভোটে এগিয়ে ছিলাম। যদিও সেই সময়ে সিপিএমের রমরমা ছিল। তার পরবর্তী সময়ে কোন সহযোগিতা করেনি। বিভিন্ন রকম ভাবে আমাদেরকে হেনস্থা করেছে। যতদিন না ওকে সরানো হচ্ছে ততদিন রামপুর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের রিকভারি হবে না”। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই রাকেশ মণ্ডল কে অনুব্রত মণ্ডল ব্লক কমিটির সম্পাদক করে দেওয়ার কথা ঘোষণা করেন এদিন। রাকেশ মণ্ডল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন,” যে সমস্ত ব্যক্তি আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা কোনদিনও তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে রাজনীতি করেনি। সম্প্রতি তারা সিপিএম থেকে এসেছে এবং তারা তৃণমূল কংগ্রেসের কোন ভালো করবে বলে মনে হয় না। তাই সরাসরি মন্ত্রী ও আমার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি যখন এলাকার দায়িত্বে ছিলাম তখন তৃণমূল কংগ্রেসের পক্ষে লিড করে দেখিয়ে দিয়েছি”।