দেশ

গণতান্ত্রিক রীতিতে আঘাত, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ১২ বিরোধী দলের

টিডিএন বাংলা ডেস্ক: প্রবল বিতর্কের পরেও বিতর্কিত কৃষি বিল পাশ হয়ে যাওয়ার পরেই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং’য়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ১২ টি বিরোধী রাজনৈতিক দল। দেশের সংসদীয় গণতান্ত্রিক রীতির ক্ষতি করার অভিযোগ এনেছে বিরোধীরা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এদিন কৃষি বিল নিয়ে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের জবাবি ভাষণের পরেই অধিবেশনের সময় শেষ হয়ে যাওয়ায় সোমবার পর্যন্ত কৃষিমন্ত্রীর জবাবি ভাষণ পিছিয়ে দেওয়ার আবেদন করে বিরোধীরা। কিন্তু তা খারিজ করে দেন সভা পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি চেয়ারম্যান। আর যা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ আহমেদ প্যাটেল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সংসদীয় রীতি-নীতি যাতে অক্ষুন্ন থাকে সেটা নিশ্চিত করা উনার দায়িত্ব। কিন্তু এদিন তাঁর আচরণে গণতান্ত্রিক রীতি এবং পদ্ধতি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাঁর বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles

Back to top button
error: