নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: বাঙালির অন্যতম বড় উৎসব দুর্গোৎসব উপলক্ষে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষের হাতে শাড়ি, লুঙ্গি সহ বস্ত্র বিতরণ করলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। সপ্তাহ খানেকেরও বেশি সময় ধরে লাগাতার কর্মসূচি নিয়ে মহিলা ও পুরুষদের মাঝে বস্ত্র তুলে দেন তিনি। রবিবার রঘুনাথগঞ্জ ১ব্লকের,কানুপুর অঞ্চল ও জরুর অঞ্চলের মানুষদের দূর্গাপূজা উপলক্ষে গরিব দূঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেন জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।