বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবতীকে ধর্ষণের পর গলা কেটে খুন, গুজরাটের ঘটনায় গ্রেপ্তার যুবক

টিডিএন বাংলা ডেস্ক: বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবতীকে ধর্ষণের পর গলা কেটে খুন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে
গুজরাটের বনসকাঁঠা জেলার দান্তিওয়াড়া এলাকায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিতিন মালি নামে এক যুবককে। রবিবার ডিসার ডিএসপি কুশল ওঝা সাংবাদিকদের বলেন, মোতি ভাখর গ্রামের একটি পুকুরের পাড়ে গলা কাটা লাশ উদ্ধার হয়েছিল শনিবার সকালে। শুক্রবারই বিশেষ ক্ষমতাসম্পন্ন ১২ বছরের এক বালিকার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ প্রথমে মুণ্ডহীন দেহ ও তার পাশে থেকেই মাথা উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার বিবরণ প্রকাশ্যে আসে। ধর্ষণের পর তথ্য লুকাতেই বালিকাকে খুন করেছিল নিতিন বলেই অনুমান পুলিশের।