Highlightদেশ

“মিশন উত্তরপ্রদেশ : বিজেপিকে হারাও” আগামী ২০২২ নির্বাচনে বিজেপি বিরোধী প্রচারের বার্তা কিষান মোর্চার

টিডিএন বাংলা ডেস্কঃ পশ্চিমবঙ্গের মতো কৃষকরা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল সেই মতো ২০২২ সালের নির্বাচন প্রচারে নামবে সংযুক্ত কিষাণ মোর্চা।

কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি সরকারের নিয়ে আসা ফার্ম বিলের বিরুদ্ধে গত ছয় মাস ধরে বিক্ষোভকারী কৃষকরা উত্তরপ্রদেশের ২০২২ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি “পরাজিত বিজেপি: মিশন উত্তর প্রদেশ” প্রচার অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারী পাঁচশতাধিক কৃষক সংগঠনের সম্মিলিত “সংযুক্ত কিষাণ মোর্চা” বলেছে যে বিজেপি বিরোধী স্লোগান দিয়ে রাজ্য জুড়ে মহাপঞ্চায়ত অনুষ্ঠিত হবে।

তিনটি কৃষির আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে রাজ্য জুড়ে কৃষকদের মধ্যে বিজেপি বিরোধী মনোভাব চরমে বিশেষত পশ্চিম মুজফফরনগর, বাগপত, শমলী ও সাহারানপুরে বিজেপি-র সাংগঠনিক রাজনীতি অনেক দূর্বল হয়ে পড়েছে।
কৃষক নেতা এবং সংযুক্ত কিষাণ ইউনিয়নের (BKU) মুখপাত্র রাকেশ টিকাইত নিজে পশ্চিম উত্তরপ্রদেশের মানুষ এবং মানুষের মধ্যেও অনেক জনপ্রিয়তা অর্জন করছে।

প্রজাতন্ত্র দিবসের বিক্ষোভকারীদের ট্র্যাক্টর কুচকাওয়াজ এবং গাজীপুরে তৎকালীন পুলিশ অত্যাচারের পরে জানুয়ারিতে টিকাইত গাজীপুরে অশ্রুশিক্ত বক্তৃতা দিয়েছিলেন যা পশ্চিম উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষকের মন জয় করে নিয়েছিল। পরবর্তীতে এরাই আন্দোলনকে আরো বৃহত্তর করে তোলেন।

অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশের লোকেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বিতীয় কোভিড -১৯ বিষয়ক তৎপরতা এর বিষয়ে অনেক ক্ষুব্ধ , বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।
পরিস্থিতি অনেকটা সরকারের নাগালের বাইরে এইমুহুর্তে বিজেপিকে হারাতে মাঠে নামতে চাইছে কৃষক সংগঠনের নেতৃত্ববৃন্দ।

রাকেশ টিকাইত এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে কৃষকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পিছিয়ে আসবে না।

Related Articles

Back to top button
error: