HighlightNewsদেশ

পাঁচ বছরের নিচের শিশুদের মাস্ক পরতে নিষেধ করল কেন্দ্রীয় সংস্থা ডিজিএইচএস 

টিডিএন বাংলা ডেস্ক: করোনা যুদ্ধে প্রাপ্তবয়স্কদের জন্য মাস্ক পরা আবশ্যিক হলেও পাঁচ বছরের নিচের শিশুদের মাস্ক পরতে নিষেধ করল কেন্দ্রীয় সংস্থা ডিজিএইচএস। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে থাকা ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের পক্ষ থেকে করোনা আবহে শিশুদের ক্ষেত্রে কী কী নিয়মনীতি প্রযোজ্য হবে তাঁর সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী, ৫ বছরের নিচের শিশুদের মাস্ক পরানোর দরকার নেই। ৬ থেকে ১১ বছরের শিশুদের ক্ষেত্রে মাস্ক পরানো যেতে পারে। অভিভাবকদের শিশুর শারীরিক অবস্থার বাড়তি খেয়াল রাখার ও চিকিৎসকের সঙ্গে শিশুর স্বাস্থ্য নিয়ে আলোচনার ভিত্তিতে মাস্ক পরানোর বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসাথে ১৮ বছরের নিচে শিশুদের শরীরে রেমডেসিভির ড্রাগ প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

Related Articles

Back to top button
error: