HighlightNewsদেশ

৭টি বিমানবন্দর বিক্রির পথে মোদি সরকার

টিডিএন বাংলা ডেস্ক : কেন্দ্রের নজরে এবার ৭টি বিমানবন্দর। সেগুলি বেসরকারিকরণ করা নিয়ে জোরদার প্রস্তুতি শুরু করে দিল মোদি সরকার।

বাজেটে ঘোষণা করা হয়েছিল, ২৫০০ কোটি টাকার একটি পরিকল্পনার। সেই পরিকল্পনা হলো, ভারত সরকারের হাতে থাকা সাতটি বিমানবন্দরের উন্নতিকরণ এবং পরিকাঠামো নির্মাণের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি সংস্থাকে। পরিকাঠামো নির্মাণ সম্পন্ন হলে সংশ্লিষ্ট সংস্থা কয়েকটি বিভাগ পরিচালনা করবে। ইতিমধ্যেই তার টেন্ডার প্রকাশ করা হয়েছে। তাতে আগ্রহ প্রকাশ করেছে দেশি-বিদেশি একাধিক সংস্থা। বেসরকারিকরণের তালিকায় রয়েছে জওহরলাল নেহরু বন্দর, পারাদ্বীপ পোর্ট ট্রাস্ট, চিদম্বরনার পোর্ট ট্রাস্ট,
গুজরাতের দীনদয়াল পোর্ট ট্রাস্টও। বিশাখাপত্তনম বন্দরের দুটি বার্থ নির্মাণের জন্য বরাদ্দ হবে ২৮৮ কোটি টাকা।

দেশের মোট ১২টি বন্দর রয়েছে ভারত সরকারের অধীনে। ভবিষ্যতে আর বন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজে একক ভাবে কোন সরকারি সংস্থা বা পোর্ট ট্রাস্ট যুক্ত থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। চলতি অর্থ বর্ষের বাজেটে সাতটি বন্দরের পরিকাঠামো নির্মাণের দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বন্দরের পরিচালনা ব্যবস্থা আগে ছিল ট্রাস্টি মডেলে নয়া আইন অনুযায়ী এখন তা চলবে অথরিটি মডেলে।

Related Articles

Back to top button
error: