HighlightNewsদেশ

আগামী ২ সপ্তাহে উপত্যকায় পা রাখবেন ১৮০ জন সাংসদ

টিডিএন বাংলা ডেস্ক : ‘মিশন কাশ্মীর’। সংসদের অলিন্দে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই শব্দ। কারণ আগামী দুই সপ্তাহের মধ্যেই উপত্যকায় যাচ্ছেন কমপক্ষে ১৮০ জন সাংসদ। বছর দুয়েক আগেও যে কাশ্মীরে জনপ্রতিনিধিদের যাওয়া নিষিদ্ধ ছিল, সেখানেই পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে যাচ্ছেন সাংসদরা। সরকারি ভাষায় সাংসদদের এই সফরকে বলা হয়েছে স্টাডি ট্যুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য সাংসদদের এই কাশ্মীরের অনুমোদন দেওয়া হয়েছে সরকারের তরফে। রাজধানীতে সরকারি সূত্রে আরও খবর, সবার প্রথমে কাশ্মীরে যাবেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর পাবলিক অ্যাকাউন্টস কমিটি সদস্য সাংসদরা। ৫ দিনের কাশ্মীর সফরে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন কারগিল পরিদর্শন করবেন এই সদস্যরা। এর পরের টিমে কাশ্মীরে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিছটির সদস্যরা। এই কমিটির প্রধান হলেন কংগ্রেস সাংসদ আনন্দ শর্মা। ৩৭০ ধারা প্রত্যাহারের পর কেমন আছেন কাশ্মীরের মানুষ? তা জানতেই শ্রীনগর, জম্মু ও লেহ পরিদর্শন করবে এই কমিটি। তৃতীয় টিম যাবে শক্তি এবং বাণিজ্যমন্ত্রকের দুটি স্থায়ী কমিটির সদস্যরা। আগামী দুটি পর্যায়ে কাশ্মীরে যাবে বিদেশমন্ত্রক ও আইন বিষয়ক স্থায়ী কমিটির সদস্যরা।

Related Articles

Back to top button
error: