HighlightNewsদেশ

দেশ অলিম্পিক্সে সোনা পেয়েছে মোদির পরিশ্রমে, কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে হাসির রোল

টিডিএন বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর পরিশ্রমের ফল হল নীরজ চোপড়ার মতো যুবকদের অলিম্পিক্সে স্বর্ণপদক পাওয়া। হাস্যকর কথা বলে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবুসিংহ চৌহান। জনসংযোগ বাড়ানোর জন্য শ‍ুর‍ু হয়েছে সব রাজ্যে জন আশীর্বাদ যাত্রা কর্মসূচি। এর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের । নিজের জন আশীর্বাদ যাত্রার দ্বিতীয় দিনে উত্তর গুজরাতে এক জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় কমিউনিকেশন প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান। মোদির ঢালাও প্রশংসা করতে গিয়ে ওই কথা বলে ফেলেন তিনি। তিনি বলেন, “যদি কোনও মহিলা খেলোয়াড় (ভারতীয়) দেশের জন্য পদক নিয়ে আসেন অথবা নীরজ চোপড়ার মতো যুবক অলিম্পিক্সে সোনা জেতেন, তাহলে এই খেলোয়াড়দের পিছনে মোদির ৪ থেকে ৫ বছরের কঠোর পরিশ্রম রয়েছে।”সদ্য সম্প্রসারিত কেন্দ্রীয় মন্ত্রিসভায় ওবিসি সম্প্রদায়ের ২৭ জনকে অন্তর্ভুক্ত করার জন্যও নরেন্দ্র মোদির প্রশংসা করেন খেড়া লোকসভার সাংসদ চৌহান। চৌহান নিজেও ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তিনি বলেন, দরিদ্র সম্প্রদায়ের মানুষ, যাঁরা সাংসদ হয়েছেন তাঁদের মন্ত্রী করা হয়েছে। তাঁরা কখনোই ভাবতে পারেনি যে তাঁরা ভারত সরকারের মন্ত্রী হিসেবে কাজ করবেন।

Related Articles

Back to top button
error: