রাজ্য
উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভমেলা শুরু হতেই করোনার থাবা, আক্রান্ত তিন শতাধিক
টিডিএন বাংলা ডেস্ক: উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভমেলা শুরু হতেই করোনার থাবা। বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হতেই প্রায় তিন শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলেই খবর। কুম্ভমেলার স্বাস্থ্য আধিকারিক ডা.সাঙ্গির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বছরের কুম্ভমেলা শুরু থেকে এখনও পর্যন্ত মোট ৩০০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। ১ এপ্রিল থেকে শুরু হয়েছে মেলা। এবার তা ৩০ দিন হবে। কিন্তু করোনা পরিস্থিতিতে কার্যত রীতিমতো চিন্তিত উত্তরাখণ্ড সরকার।