HighlightNewsদেশ

একদিনে ৪ লক্ষ্যের বেশি মানুষ সংক্রমিত করোনায়, প্রথমবার ২৪ ঘন্টায় মৃত ৩৯৮০ জন

টিডিএন বাংলা ডেস্ক: ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাবে ইতিমধ্যেই মোট সংক্রমিত সংখ্যা পেরিয়ে গেছে ২ কোটির গণ্ডি। এরমধ্যে ৩৫ লক্ষের বেশি মানুষ এখনো পর্যন্ত করোনায় সংক্রমিত। দৈনিক সংক্রমনের নিরিখে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতেই সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৪,১২,২৬২ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৩৯৮০ জন। উল্লেখ্য, দেশে এই প্রথম বার একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এত সংখ্যক মানুষ। তবে স্বস্তির বিষয় হলো, দেশজুড়ে এখনো পর্যন্ত ৩,২৯,১১৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

Related Articles

Back to top button
error: