HighlightNewsরাজ্য

মুকুল রায়ের মুখে তৃণমূল কংগ্রেসের পরাজয় ও বিজেপির বিজয়ের ভবিষ্যৎবাণী!

টিডিএন বাংলা ডেস্কঃ তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায় কৃষ্ণনগরে নিজের বিধানসভা এলাকায় তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের উদ্দ্যেশ্যে কৃষ্ণনগরে পৌঁছায়।দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিক সম্মেলনে বসেন। এই সাংবাদিক সম্মেলনে বিবৃতি দিতে গিয়ে তিনি বলেন, ‘কৃষ্ণনগরে বিজেপি নিজের শক্তিতে বিজয়ী হবে এবং তৃণমূল কংগ্রেস পরাজিত হবে’। তার এই বক্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়ে যায় স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা। তারা ভুল ধরিয়ে দিয়ে বলেন, ‘দাদা ওটা বিজেপি নয় তৃণমূল হবে’। কিন্তু এরপরও কয়েকবার তিনি বিজেপির জায়গায় তৃণমূল এবং তৃণমূলে জায়গায় বিজেপি বলেন। ফলে অপ্রস্তুত হয়ে পড়ে উপস্থিত সাংবাদিকরাও। সন্দেহ দূর করতে এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, আপনি কি তাহলে তৃণমূলের বিজয়ই চাইছেন ? উত্তরে মুকুল রায় বলেন, “এখানে তৃণমূল নিজের শক্তিতেই বিজয়ী হবে।” মুকুল রায় তার এই ভুল শুধরে নিলেও এরইমধ্যে নেটদুনিয়া শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্ক। অনেকেই টিপ্পনী কেটে বলেন, “মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলের ফিরে আসলেও বিজেপির স্মৃতি এখনো ভুলতে পারেননি।” উল্লেখ্য যে, মুকুল রায় তৃণমূল এর সূচনা লগ্ন থেকেই মমতার ডানহাত হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎই সেই সুরের তাল কাটে ২০১৭ সালে। দলীয় নেতৃত্বের সঙ্গে শুরু হয় তার মনোমালিন্য। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে মুকুল রায় যোগদান করেন ‘ভারতীয় জনতা পার্টি’ তে (বিজেপি)। এরপর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কৃষ্ণনগর থেকে বিধানসভা ভোটে দাঁড়ান। সেখানে তিনি বিজেপি টিকিটেই জয়লাভ করেন। কিন্তু আবারও তিনি তার পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। এর ফলে বিজেপি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য আবেদন জানিয়েছে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Related Articles

Back to top button
error: