দেশ

ঝাড়খণ্ডে বিচারকের রহস্যমৃত্যু মামলায় পুলিশকে ভৎসনা

টিডিএন বাংলা ডেস্ক : বিচারকের রহস্যমৃত্যু মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়ল পুলিশ। এফআইআর দায়ের করতে কেন দেরি হল পাশাপাশি ময়নাতদন্তকারী চিকিৎসককে অবান্তর প্রশ্ন করার জন্য পুলিশকে ভৎসনা করল বিচারপতি রবিরঞ্জন এবং বিচারপতি সুজিত নারায়ণের ডিভিশন বেঞ্চ। এমনকি গোটা ঘটনার তদন্তে সিট যেভাবে কাজ করেছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানির দিন ১২ আগস্ট ধার্য করা হয়েছে।

আদালত বলেছে, বিনয় কুমার নামে তদন্তকারী অফিসার ময়নাতদন্তের অংশ নেওয়া চিকিৎসককে যে প্রশ্নমালা দিয়েছেন, তা আমাদের হাতে এসেছে। সেখানে প্রথম প্রশ্নটাই রয়েছে, রাস্তায় পড়ে গিয়ে মাথায় ওই ধরনের আঘাত লাগতে পারে কি? কীসের ভিত্তিতে ওই প্রশ্ন করতে পারেন তদন্তকারী অফিসার? যেখানে সিসিটিভি ফুটেজে স্পস্ট ভাবে ঘটনা ধরা পড়েছে। বেঞ্চ বলে, কোনও নির্দিষ্ট উত্তর পাওয়ার অভিপ্রায় নিয়ে কাউকে কোনও প্রশ্ন করাটা কখনই কাম্য নয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে মাথাতে ভারী এবং ভোতা জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। সেই বস্তুটি তদন্তকারীদের খুঁজে বের করতে হবে। দুর্ভাগ্যের বিষয় তদন্তকারী অফিসাররা এই বিষয়ে কোনও উত্তর দিতে পারেনি।

Related Articles

Back to top button
error: