দেশ

ভূমিকম্পের পূর্বাভাস দেবে মোবাইল অ্যাপ!

টিডিএন বাংলা ডেস্ক : আবহাওয়ার পূর্বাভাস সম্ভব। কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস কি সম্ভব? বিজ্ঞানীদের মনে দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন উকি দিচ্ছিল। অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর। এবার পাওয়া যাবে ভূমিকম্পের অ্যালার্ট।

আইআইটি রুরকি তৈরি করেছে এই বিশেষ অ্যাপটি। এমনই জানিয়েছে উত্তরাখণ্ড সরকার। দেশের মধ্যে এই প্রথম এমন উদ্যোগ বলে তারা জানিয়েছে। অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, ‘উত্তরাখণ্ড ভূমিকম্প অ্যালার্ট’ নামে এই মোবাইল অ্যাপটি বানিয়েছে আইআইটি রুরকির বিশেষজ্ঞরা। তাদের সহযোগিতা করেছে উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুই ধরনের অপারেটিং ব্যবস্থাযুক্ত মোবাইলেই অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে। শুধু পূর্বাভাস দেওয়াই নয়। ভূমিকম্পের সময় কোথাও কেউ আটকে রয়েছে কিনা তাও জানা যাবে অ্যাপের মাধ্যমে।

পাইলট প্রজেক্ট হিসেবে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন ওই রাজ্যের ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত গাড়োয়ালের বাসিন্দারা। পরবর্তী সময়ে এই অ্যাপের সাফল্য বিবেচনা করে রাজ্যবাসী যাতে ব্যবহার করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। ভূমিকম্পের আগাম সর্তকতা কীভাবে দেওয়া সম্ভব? রুরকি তাদের বিবৃতিতে জানিয়েছে, এই অ্যাপ প্রযুক্তির মাধ্যমে ভূমিকম্পের সময় চিহ্নিত করতে পারবেন। ফলে জড়ালো কম্পন অনুভূত হওয়ার কিছুক্ষণ আগেই সতর্ক করে দেওয়া যাবে মানুষকে। ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে সিসমিক ওয়েভ বা ভূকম্পন তরঙ্গ যে গতিতে মাটির তলার বিভিন্ন স্তর ভেদ করে আসে তা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতির চেয়ে অনেকটাই কম। আশা করা হচ্ছে এই অ্যাপের সফল ব্যবহারের মাধ্যমে ক্ষয়ক্ষতির সংখ্যা কমানো যাবে।

Related Articles

Back to top button
error: