ম‍ুসলিম সদস্যদের ভোট বাতিলের অর্জি পদ্ম বিধায়কের

টিডিএন বাংলা ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের সদস্যদের ভোটাধিকার বাতিল করা হোক। দাবি জানালেন বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর।

মধুবনি জেলার বিসফি কেন্দ্রের বিধায়ক হরিভূষণ ঠাকুর বলেন, “১৯৪৭ সালে যখন দেশ স্বাধীন হয়, তখন মুসলিমদের আলাদা একটি দেশ দেওয়া হয়। মুসলিমদের সেই পাকিস্তানেই চলে যাওয়া উচিত ছিল। আমরা ওদের আমাদের দেশে দেখতে চাই না। ওরা আমাদের দেশের জনসংখ্যা ক্রমশ বাড়াচ্ছে। ভারতকে মুসলিম রাষ্ট্র বানাতে চায় ওরা। মুসলিম নেতাদের একটাই এজেন্ডা। বিশ্বের প্রতিটি দেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায় ওরা। আমরা কখনই তা হতে দেব না। সরকারের কাছে অনুরোধ, মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক এবং ওদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের তকমা দিন।”
ঠাকুর আরও বলেন, “মুসলিমরা আমাদের দেশে সংখ্যালঘু হিসেবে বিবেচিত হয়। আমি বলবো যে মুসলিম সম্প্রদায়ের জন্য ব্যবহৃত সংখ্যালঘু শব্দটি সংবিধানের উপহাস। ওরা সংখ্যালঘু নয়। ওদের জনসংখ্যা ক্রমশ বাড়ছে।” বিধায়কের এই মন্তব্যে ত‍ুঙ্গে রাজনৈতিক বিতর্ক।