HighlightNewsআন্তর্জাতিক

যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল রাশিয়া, শুরু গণস্বাক্ষর, আটক প্রায় ২ হাজার বিক্ষোভকারী

টিডিএন বাংলা ডেস্ক : যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটির রাজধানী মস্কোসহ বিভিন্ন শহর।

ওভিডি-ইনফোর বরাত দিয়ে বার্তাসংস্থা আল জাজিরা জানায় এখন পর্যন্ত ৫১টি শহর থেকে অন্তত এক হাজার ৩৯১ জন বিক্ষোভকারীকে আটক করেছে রুশ পুলিশ। এদের মধ্যে রাজধানী মস্কো থেকে ৭শ’ ও দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর সেইন্ট পিটার্সবার্গ থেকে ৩৪০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এর আগে বেশ কয়েকজন রুশ সমাজ ও মানবাধীকারকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে রাজপথে নেমে আসার জন্য দেশটির সচেতন সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানায়। এর কিছু সময় পরই দেশটির বিভিন্ন শহরে শুরু হয় যুদ্ধবিরোধী বিক্ষোভ।

Related Articles

Back to top button
error: