মহারাষ্ট্রে মুসলিম ধর্মীয় নেতাকে প্রকাশ্য গুলি করে হত্যা!

টিডিএন বাংলা ডেস্ক:‌ মহারাষ্ট্রের নাসিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল একজন মুসলিম ধর্মীয় নেতাকে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবরে প্রকাশ, মঙ্গলবার সন্ধেয় খোয়াজা সৈয়দ চিস্তি নামের ৩৫ বছরের ওই ধর্মগুরু নিজের গাড়িতে চেপেই বার হয়ে ছিলেন। মুম্বই থেকে ২০০ কিলোমিটার দূরে নাসিকের ইয়োলা টাউনে অজ্ঞাতপরিচয় ৪ দুষ্কৃতী তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গেই গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আর দুষ্কৃতীরা তৎক্ষণাৎ খাওয়াজা সৈয়দ চিস্তির গাড়িতে চেপেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর এই হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল শোরগোল।

জানা গিয়েছে, ওই ধর্মগুরু খাওয়াজা চিস্তির আসল বাসস্থান আফগানিস্তান। বহু বছর পূর্বেই তিনি ভারতে চলে আসেন। এরপর নাসিকেই তিনি অনেকদিন ধরেই বসবাস করছেন। স্থানীয়দের কাছে তিনি ‘‌সুফি বাবা’‌ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ঠিক কি কারণে এই ধর্মীয় নেতাকে হত্যা করা হল তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই হত্যার মামলা দায়ের করেছে। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত সন্দেহে খোয়াজা চিস্তির গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।