HighlightNewsদেশ

“আমার পদত্যাগপত্র স্থায়ীভাবে কংগ্রেস হাইকমান্ডের কাছে দেওয়া আছে”, জানালেন অশোক গেহলট

টিডিএন বাংলা ডেস্ক: কিছুদিন আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেছিলেন রাজস্থান কংগ্রেসের বরিষ্ঠ নেতা শচীন পাইলট। এরপর থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পরিবর্তনের বিষয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এরইমধ্যে শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার পদত্যাগপত্র স্থায়ীভাবে কংগ্রেস হাইকমান্ডের কাছে জমা দেওয়া রয়েছে। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন রাজ্যে যদি মুখ্যমন্ত্রী বদল করতে হয় কংগ্রেসকে, তবে তা কোনো ইঙ্গিত ছাড়াই করা হবে।
মুখ্যমন্ত্রী বদলের জল্পনা প্রসঙ্গে অশোক গেহলটকে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্ভাব্য পরিবর্তনের যে জল্পনা চলছে, সেই গুজবে কান দেওয়া উচিত নয়। তিনি বলেন,”মিডিয়া এবং সংবাদপত্রে গুজব চলতেই থাকে। আপনাদের সেগুলিতে কান দেওয়ার প্রয়োজন নেই।” তিনি আরো বলেন, এ ধরনের গুজব জনগণকে বিভ্রান্ত করে এবং শাসন ব্যবস্থাও এতে ক্ষতিগ্রস্ত হয়।


রাজস্থান রাজস্ব পরিষেবা কাউন্সিলের একটি রাজ্য স্তরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আরো বলেন,”কংগ্রেসের অবস্থা সমগ্র দেশের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত। সাধারণ নাগরিক, যারা কংগ্রেসকে কখনোই ভোট দেয় না তারাও চায় দলটি দেশে একটি শক্তিশালী বিরোধী হিসেবে থাক।”
অন্যদিকে, রাজস্থানের আলওয়ার জেলায় দুটি মন্দির ভেঙে ফেলা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে চলা রাজনৈতিক তরজায় অংশগ্রহণ করে বিজেপি সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর দাবি করেছেন, তার দলের নেতৃত্বে রাজগড় পৌরসভা মন্দিরগুলো ভেঙে দেওয়ার কোনো প্রস্তাবে সায় দেয়নি। একই সঙ্গে তাঁর অভিযোগ, জেলার কোনো ঊর্ধ্বতন সরকারি আধিকারিক কোনো ছাড়পত্র ছাড়াই তাড়াহুড়ো করে মন্দিরগুলি ভেঙে ফেলে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুর দিকে আলওয়ার জেলার রাজঘরের একটি দল বিরোধী অভিযান চলাকালীন দুটি মন্দির ভেঙে ফেলা হয় যার ফলে শুক্রবার রাজস্থানে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিবাদ চরমে পৌঁছয়। উল্লেখ্য, রাজগড় কংগ্রেস শাসিত রাজস্থানের একটি বিজেপি চালিত পৌরসভা।

Related Articles

Back to top button
error: