নাগরোটা এনকাউন্টার নতুন তথ্য প্রকাশ; আতঙ্কবাদী না পাকিস্তানের শকরগড় থেকে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করেছিল

Pic courtesy : NDTV

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার ভোরের দিকে জম্মুর না ঘটায় হওয়া এনকাউন্টারের ঘটনায় সেট নতুন তথ্য প্রকাশ হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোরের দিকে জম্মুর নাগরোটায় এনকাউন্টারে নিহত চার আতঙ্কবাদী পাকিস্তানের শকরগড় এলাকা থেকে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে ছিল। সীমান্ত বাহিনীর নজর এড়িয়ে জম্মুতে প্রবেশ করার জন্য আতঙ্কবাদীরা জম্মু থেকে শকরগড় এলাকার দিকে প্রবাহিত একটি ড্রেনে আশ্রয় নিয়েছিল। উল্লেখ্য শকরগড় এলাকায় পাকিস্তানি রেঞ্জার্সের একটি হেডকোয়ার্টার রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের শকরগড়ের একটি লঞ্চিং প্যাড থেকে জম্মু সীমান্তে প্রবেশ করেছিল ওই আতঙ্কবাদীরা। এরপর জম্মু থেকে শকরগড় এলাকার দিকে প্রবাহিত একটি ড্রেনে আশ্রয় নিয়ে এবং পরে ড্রেন পেরিয়ে জম্মু পাঠানকোট জাতীয় মহাসড়কে এসে পৌঁছয় আতঙ্কবাদীরা। এরপর তারা জম্মু থেকে একটি ট্রাকের নকল নম্বর প্লেট লাগিয়ে শ্রীনগরের দিকে যাত্রা শুরু করে। ওই ট্রাক জম্মুর নাগরোটার ব্যানারোটার টোল প্লাজায় পৌঁছার সাথে সাথে সুরক্ষা বাহিনী এই ট্রাকটিকে ঘিরে ফেলে এবং এতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের আত্মসমর্পণ করতে বলে। ট্রাকের চারপাশে এভাবে সেনাবাহিনীকে ঘিরে দাঁড়াতে দেখে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে ট্রাকের মধ্যে লুকিয়ে থাকা ঐ চার আতঙ্কবাদীকে গুলি করে হত্যা করে সেনা।