HighlightNewsদেশ

তৃতীয় চরণের ভোটের জন্য আজ নরেন্দ্র মোদি-রাহুল গান্ধীর দ্বৈত জনসভা বিহারে

টিডিএন বাংলা ডেস্ক: আজ বিহারের দ্বিতীয় চরণের ভোটগ্রহণপর্ব। সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছে বিহারের দ্বিতীয় চরণের ভোট গ্রহণ প্রক্রিয়া। আজ মোট ১৭টি জেলার ৯৪ টি আসনে ১৪৬৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে। এরমধ্যে ১৪৬ জন মহিলা প্রার্থী এবং একজন ট্রান্সজেন্ডার প্রার্থী রয়েছেন। আজ দ্বিতীয় চরণের ভোটের ফলাফল নির্ধারিত হতে পারে বিহারে আরজেডির ভবিষ্যৎ।

একদিকে যখন আজ দ্বিতীয় চরণে মূলত আরজেডি নেতা তেজস্বী যাদব এবং তেজ প্রতাপের ভাগ্য নির্ধারিত হতে চলেছে সেখানেই বিহারে নিজের নিজের দলের ভাগ্য সুনিশ্চিত করতে তৃতীয় চরণের ভোটকে লক্ষ্য করে পরপর দুটি জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমর্থনে আররিজা জেলায় প্রথম জনসভা করবেন। এরপর সহরসায় দ্বিতীয় জনসভা করবেন। অপরদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তেজস্বী প্রতাপের সমর্থনে প্রথমে কাটিহার এবং পরে বিহারের ওবিসি সমৃদ্ধ এলাকা তথা এআইএমআইএমএর সভাপতি আসাদউদ্দিন ওয়েসির গড় কিশানগঞ্জে জনসভা করবেন।

Related Articles

Back to top button
error: