HighlightNewsদেশ

আজ দ্বিতীয় চরণে ৯৪ টি আসনে ভোট; ১৭ টি জেলায় আজ পরীক্ষিত হবে তেজ প্রতাপ এবং তেজস্বী যাদবের ভাগ্য

টিডিএন বাংলা ডেস্ক: আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে বিহারের দ্বিতীয় চরণের ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৭ টি জেলার ৯৪ টি আসনের মোট ২ কোটি ৮৬ লক্ষ্য ভোটদাতার জন্য ভোটগ্রহণের সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট প্রক্রিয়া। আজ দ্বিতীয় চরণের ভোটে পরীক্ষিত হবে আরজেডির তেজ প্রতাপ এবং তেজস্বী যাদবের। এর পাশাপাশি নীতীশ কুমারের চার মন্ত্রীরও ভবিষ্যত নির্ধারিত হতে চলেছে আজকের ভোটের ফলাফলের ভিত্তিতে।

আজ রাঘবপুর যেখান থেকে তেজস্বী যাদব নির্বাচনে লড়ছেন সেই বিধানসভা কেন্দ্রের ভোট হচ্ছে। তাই এদিনের ভোট থেকেই স্পষ্ট হতে চলেছে বিহারে তেজস্বী যাদবের তথা আরজেডির ভবিষ্যৎ। দ্বিতীয় চরণের এই ভোট প্রসঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদবকে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রথম চরণের ভোট খুব ভালোভাবে হয়েছে। দ্বিতীয় চরণের ভোটও খুব ভালো হবে। আরো মানুষ আমাদের পক্ষে ভোট দেবেন। পাশাপাশি করোনা পরিস্থিতিতে যথাযথ মাস্ক, স্যানিটাইজেশনের ব্যবস্থা গ্রহণ করে যতটা সম্ভব বেশি পরিমাণে ভোটগ্রহণ কেন্দ্রের বিহারের মানুষকে পৌঁছানোর জন্য আবেদন করেছেন তেজস্বী যাদব।

Related Articles

Back to top button
error: