আন্তর্জাতিক
ট্রাম্প না বাইডেন? আজ রায় দেবে আমেরিকাবাসী
টিডিএন বাংলা ডেস্ক: আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ফের কি মসনদে বসতে পারবেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নাকি কুর্সি দখল করবে জো বাইডেন? যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আমেরিকার ৫৯তম রাষ্ট্রপতি কে হতে চলেছেন? তা নিয়ে গোটা বিশ্বজুড়ে চলছে কৌতূহল।