রাজ্য আজ বঙ্গে প্রচারে নরেন্দ্র মোদী, পশ্চিম মেদিনীপুরে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় By TDN Bangla - 18 March 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print ছবি সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার পেজ। টিডিএন বাংলা ডেস্ক: ভোট বঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার। বৃহস্পতিবার পুরুলিয়ায ভাঙড়া মোড়ে জনসভা করবেন তিনি। পাশাপাশি আজ পশ্চিম মেদিনীপুরে তিনটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।