বিহারে পুনরায় নীতিশ সরকার গঠনের জন্য বিহারের বাসিন্দাদের উদ্দ্যেশ্যে চিঠি লিখলেন নরেন্দ্র মোদী

Screenshot taken from Narendra Modi Twitter page

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় চরণের ভোটের আগে বিহার বাসীদের উদ্দ্যেশ্যে পুনরায় নীতিশ কুমারের সরকার গঠন করার আবেদন জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ পর্যন্ত নীতিশ কুমারের শাসনকালে বিহারে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তার হদিশ দেন তিনি। নিজের লেখা এই চিঠি টুইট করেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী লিখেছেন,”আমার প্রিয় বিহারের ভাই বোনদের উদ্দ্যেশ্যে আমার সাদর প্রণাম। আজ এই চিঠির মাধ্যমে আপনাদের শ্থে বিহারের বিকাশ, বিকাশের জন্য এনডিএর ওপর বিশ্বাস এবং বিশ্বাস অব্যাহত রাখার জন্য এনডিএর সংকল্পের বিষয়ে কথা বলতে চাই।”

এই চিঠিতে একদিকে যেমন তিনি বিহারের জনতার কাছে পুনরায় নীতিশ সরকার গঠনের জন্য আবেদন করেছেন তেমনই তিনি দাবি করেছেন ডাবল ইঞ্জিন সরকার বিহারকে এক নতুন উন্নতির শিখরে নিয়ে যাবে। এর আগে বিহারী নির্বাচনী প্রচারে তার কি অভিজ্ঞতা হয়েছে সেই কথাও লিখে জানিয়েছিলেন টুইটে। প্রায় দশটি টুইট করে তিনি বিহারের মানুষের উন্নতির আকাঙ্ক্ষা মহিলাদের সুরক্ষা, বিকাশ এবং উন্নয়নে যুবক এবং মহিলাদের সমান অংশিদারিত্বের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে জানিয়েছিলেন যে এই মানসিকতা তাঁকে প্রেরণা দেয়। তিনি আরো লেখেন,”বিগত কয়েক দিনে বিহারের ভাই-বোনেদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আশীর্বাদ নেবার সুযোগ হয়েছিল। সাসারাম এর প্রথম জনসভা থেকে শুরু করে সহরসায় আয়োজিত শেষ জনসভা পর্যন্ত প্রতিবারের মতো এবারও বিপুল ভালোবাসা পেয়েছি। একজন জনসেবক হিসেবে বিহারের ভূমিতে চরণ স্পর্শ, আমাকে জনসেবার জন্য প্রতিশ্রুতি বদ্ধ করে।”