রাজ্য

ভারতের ১২ শহর ডুবতে পারে জলের তলায়, আশঙ্কাবার্তা নাসার

টিডিএন বাংলা ডেস্ক : ২১০০ সাল নাগাদ ভারতের প্রায় ১২টি শহর ৩ ফুট জলের তলায় চলে যাবে। নেপথ্যে বিষ্ণ উষ্ণায়ন।রাষ্ট্রসঙ্ঘের তরফে সম্প্রতি আইপিসিসি-র একটি রিপোর্ট পেশ করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, ২০০৮ সালে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন নিয়ে যে তথ্য দিয়েছিলেন, তার থেকে ঢের বেশি দ্রুত হারে ধেয়ে আসছে বিপদ। যেখানে ১৯০১ থেকে ১৯৭১ পর্যন্ত ১.৩ মিমি করে বাড়ছিল সমুদ্রের জলস্তর, সেখানে গত ১১ বছরে তা বেড়ে হয়েছে ৩.৭ মিমি। ফলে গড়ে তা ০.২ মিমি করে বাড়ছে। বলা যেতেই পারে আগামী ৫০ থেকে ৬০ বছরের মধ্যেই পৃথিবীর জলস্তর ভয়ঙ্কর ভাবে বেড়ে যাবে।

সেই সঙ্গে ভারতের বহু শহরেও বিপদের আশঙ্কা বাড়ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (NASA) সি লেভেল প্রোজেকশন টুল (Sea Level Projection Tool) তৈরি করেছে যা IPCC-র রিপোর্টের ভিত্তিতে কাজ করে। সেখানে বলা হয়েছে, দ্রত যদি পৃথিবীজুড়ে দূষণ না কমানো যায়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় সাড়ে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তাপমাত্রা বাড়লে বরফ গলতে শুরু করবে। হিমবাহের সেই জল ছড়িয়ে পড়বে। ফলে বেড়ে যাবে জলস্তর। গুজরাতের কচ্ছ উপকূল-সহ পশ্চিমের একাধিক শহরে আনুমানিক ২.৬৯ ফিট উচ্চতা পর্যন্ত জলস্তর বেড়ে যেতে পারে বলে আশঙ্কা। ওখা (১.৯৬ফিট), তুতিকোরিন(১.৯৩ফিট), পারাদ্বীপ (১.৯৩ফিট), মুম্বই (১.৯০ফিট), ম্যাঙ্গালোর (১.৮৭ফিট), চেন্নাই (১.৮৭ফিট), ভাইজ়াগ (১.৭৭ফিট) এর মতো শহরগুলিতে আগামী ১০-১২ বছরের মধ্যেই বিপদসংকেত মিলবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: