দেশ

যন্তর মন্তরে মুসলিম বিরোধী স্লোগান, গ্রেফতার ৬

টিডিএন বাংলা ডেস্ক : যন্তর মন্তরে মুসলিম বিরোধী স্লোগান। অভিযোগে গ্রেফতার অশ্বিনী উপাধ্যায়-সহ ৬জন। অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। দিল্লি বিজেপির প্রাক্তন মুখপাত্রও বটে। বাকি পাঁচজন হলেন দীপক সিং সিধু, বিনীত ক্রান্তি, প্রীত সিং, পিঙ্কি ভাইয়া, সুদর্শন বাহিনীর প্রধান বিনোদ শর্মা। দিল্লি পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।

রবিবার সংসদ ভবন এবং নরেন্দ্র মোদির বাসভবনের অল্প দূরত্বের মধ্যে একটি ঘটনা দেশজুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।তাতে শোনা যায়, দিল্লির যন্তর মন্তরে একদল মানুষকে মুসলিম বিরোধী স্লোগান দিতে। ওই ভিডিয়ো ফুটেজ দেখার পর সোমবার অশ্বিনী উপাধ্যায়কে কনটপ্লেস থানায় ডেকে পাঠায় দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ। যদিও এরা সকলেই মুসলিম বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

দিল্লি পুলিশ এর আগে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ১৫৩-এ (দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতায় ইন্ধন), ১৮৮ (সরকারি কর্মীর অবমাননা) ধারা এবং কোভিড বিধি লঙ্ঘনের মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ।

Related Articles

Back to top button
error: