দেশ

৩৭০ ধারা বাতিলের পর ভূস্বর্গে জমি কিনেছেন ২জন

টিডিএন বাংলা ডেস্ক : কাশ্মীরের উপর থেকে বিশেষ রাজ্যের তকমা অর্থাৎ ৩৭০ ধারা বিলোপ করে কেন্দ্র। যার জেরে কম শোরগোল হয়নি। মোদি সরকার আশ্বাস দিয়েছিল এই ৩৭০ ধারা তুলে নিলেই বাইরের প্রচুর ব্যবসায়ীরা ভূস্বর্গে জমি কিনে ব্যবসা করবে যাতে উপকার হবে সেখানকার মানুষদের। কিন্তু দেখা যাচ্ছে, ভূস্বর্গে ৩৭০ ধারা বিলোপের পর মাত্র দু’জন ব্যক্তি জমি কিনেছেন ব্যবসার কাজে। যারা সেখানকার বাসিন্দা নন। মঙ্গলবার সংসদে এমনই জানাল কেন্দ্র।

৩৭০ ধারা থাকাকালীন কাশ্মীরের বাসিন্দা ছাড়া কেউ সেখানে জমি কিনতে পারত না। কিন্তু ৩৭০ ধারা তোলার সময় সেই ঘটনাকেই শাহ বারবার উল্লেখ করেছিলেন প্রচুর বিনিয়োগ হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত ভাবে লোকসভায় বলেন, ”জম্মু ও কাশ্মীরের সরকারের তরফে জানা গিয়েছে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর দু’জন বাইরে থেকে জম্মু কাশ্মীরে পৃথক দু’টি জায়গা কিনেছেন।” এখানে জমি কিনতে অন্য রাজ্যের কোনও ভারতীয়কে কি কোনও রকম বাধা বা সমস্যার মুখে পড়তে হচ্ছে? এ প্রশ্নের জবাবে নিত্যানন্দ রাই বলেন, ”সরকারের তরফে এরকম কিছু জানানো হয়নি।” পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বাইরের রাজ্য থেকে বা বড় বড় ব্যবসায়ীরা কোনও ইচ্ছাই দেখান নি ভূস্বর্গে বিনিয়োগের জন্য। উল্লেখ্য ২০১৯ অগস্ট মাসে এই বিশেষ তকমা তুলে দেওয়া হয়।

Related Articles

Back to top button
error: