HighlightNewsবিনোদন

প্রথমে বাড়িতে হানা, পরে কৌতুক শিল্পী ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে আটক করল এনসিবি

টিডিএন বাংলা ডেস্ক: ড্রাগস কেসের তদন্ত করতে গিয়ে শনিবার সকালে জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার আন্ধেরির বাড়িতে হানা দেয় এনসিবি (নারকটিকস কন্ট্রোল ব্যুরো)। সূত্রের খবর অনুযায়ী, ড্রাগস কান্দে তদন্ত চলাকালীন এনসিবির হাতে গ্রেফতার হওয়া এক মাদক বিক্রেতা জেরার সময় কৌতুক শিল্পী ভারতী সিংয়ের নাম নেয়। সেই সূত্র ধরেই শনিবার সকালে ভারতী সিং-এর বাড়িতে হানা দেয় এনসিবি।সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বাইয়ের এনসিবির জোনাল ডিরেক্টরের সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, ভারতী এবং হর্ষের বাড়ি থেকে বেশ কিছুটা পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে। এর পরেই ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। ইতিমধ্যেই ড্রাগস কেসের তদন্ত সূত্রে এনসিবির জেরার মুখে পড়তে হয়েছে দীপিকা পাডুকোন, অর্জুন রামপালের মতন বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের। এবার সেই তদন্তের রেস এসে পৌঁছেছে টেলিভিশন জগতের তারকাদের মহলেও।

Related Articles

Back to top button
error: