HighlightNewsদেশ

কৃষক আন্দোলনের সমর্থনে তিনটি সংসদীয় কমিটি থেকেই ইস্তফা দিলেন এনডিএর জোট শরিক আরএলপি সাংসদ হনুমান বেনিয়াল

টিডিএন বাংলা ডেস্ক: কৃষক আন্দোলনের সমর্থনে আগেই সরব হয়েছিলেন কেন্দ্রে এনডিএর জোট শরিক আরএলপি সাংসদ হনুমান বেনিয়াল। এবার কৃষক আন্দোলনের সমর্থনে কেন্দ্রের শিল্প, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দফতরের সংসদীয় কমিটি থেকেই ইস্তফা দিলেন তিনি। নিজের এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে রাজস্থানের নাগাউর কেন্দ্রের আরএলপি সাংসদ গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”সংসদের যেসব কমিটিতে রয়েছি সেখানে একাধিক জনস্বার্থ বিষয় তুলছি। কিন্তু দুঃখের বিষয় হল ওইসব ইস্যুতে কোনও ব্যবস্থা নেয়নি সরকার। তাই কোনও পদক্ষেপ নেওয়া না হলে ওই ধরনের সংসদীয় কমিটি রাখার কোনও মানে হয় না।” এর পাশাপাশি তিনি আরো বলেন, অনেকদিন ধরেই আন্দোলন করছেন কৃষকরা কিন্তু সরকার তাঁদের কথা শুনছে না।

প্রসঙ্গত, কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা আন্দোলনে নামার পর থেকেই তাঁদের সমর্থন করে এসেছেন আরএলপি সাংসদ হনুমান বেনিয়াল। কৃষকদের সমর্থন করে আরএলপি সাংসদের দাবি, কেন্দ্রের উচিত তিনটি কৃষি আইন বাতিল করা ও স্বামীনাথন কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গ কার্যকর করা। তবে সরকার এ বিষয়ে কিছু করবেনা বলেও মন্তব্য করেছেন তিনি। তাই কৃষকদের দাবিকে সমর্থন জানিয়ে আগামী ২৬ ডিসেম্বর দলীয় সদস্য সহ প্রায় দু লক্ষ চাষি ও যুবকদের নিয়ে দিল্লিতে কৃষি আন্দোলনে যোগদান করার হুঁশিয়ারিও দেন তিনি।

Related Articles

Back to top button
error: