HighlightNewsদেশ

অসুস্থতা কাটিয়ে ট্র্যাকে ফিরেই ডায়মন্ড লিগে ঐতিহাসিক সোনা জয় নীরজের

টিডিএন বাংলা ডেস্ক: অসুস্থতা কাটিয়ে ট্র্যাকে ফিরেই লুসেন ডায়মন্ড লিগে ঐতিহাসিক সোনা জয় করলেন হরিয়ানার ক্রীড়াবিদ নীরজ চোপরা। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ছিলেন নীরজ। কমনওয়েলথ গেমসেও তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু চোট লাগার কারণে তিনি আর কমনওয়েলথ গেমস খেলতে পারেননি। এরপর আঘাত কাটিয়ে ট্র্যাকে ফিরেই ইতিহাস গড়লো সেই নীরজই। সোনা জিতে বিশ্ব দরবারে ভারতের মাথা আরও আকবার উঁচু করলেন তিনি। সোনা জিতে বর্তমানে প্রাশংসার জোয়াড়ে ভাসছেন দুরন্ত ছন্দে ট্র্যাকে ফিরে আসা নীরজ চোপড়া।

শুক্রবার প্রথম চেষ্টাতেই নীরজ বর্শা ছোড়েন ৮৯.০৮ মিটার দূরে। এরপর দ্বিতীয় বার ৮৫.০৮ মিটার দূরে ছুঁড়তে সক্ষম হন তিনি। সর্ব শেষ ষষ্ঠ থ্রোতে ৮০.০৪ মিটার দূরে বর্শা ছুঁড়ে সোনা নিজের ঝুলিতেই ঢুকিয়ে নেন নীরজ। যদিও এই লিগে অংশ গ্রহণ করেননি গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স, পাকিস্তানের আর্শাদ নাদিমের মত ক্রীড়াবিদরা। কমনওয়েলথ গেমসে ৯০ মিটারের বেশি দূরত্বে বর্শা ছুড়ে সোনা ছিনিয়ে নিয়ে এসে ছিলেন এই আর্শাদ নাদিম।

Related Articles

Back to top button
error: