নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের শেরপা কামি রিতা, ২৮তম বার পৌঁছলেন এভারেস্টের চূড়ায়

টিডিএন বাংলা ডেস্ক: মাউন্টেন গাইড কামি রিতা শেরপা মঙ্গলবার ২৮তম বার মাউন্ট এভারেস্টে চড়ে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে চড়ার জন্য ভেঙেছে তাঁর নিজের করা আগের সমস্ত রেকর্ড। সেভেন সামিট ট্রেকের ম্যানেজার চ্যাং দাওয়া শেরপা জানিয়েছেন, ৫৩ বছর বয়সী এই রেকর্ডধারী পর্বত নির্দেশিকা মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে ৮৮৪৮.৮৬ মিটার উঁচু চূড়ায় দাঁড়িয়ে ছিলেন। এটি ছিল কামি রিতার মাউন্ট এভারেস্টের ডাবল আরোহন। এর আগে, ১৭ মে ২৭তম বার এভারেস্টে আরোহণ করেছিলেন তিনি।