ইউক্রেন বাহিনীর “পণবন্দি” ভারতীয় ছাত্ররা, রাশিয়ার দাবি খারিজ করল নয়াদিল্লি

টিডিএন বাংলা ডেস্ক: ইউক্রেন সেনার হতে পণবন্দি হয়ে রয়েছে ভারতীয় পড়ুয়ারা। মানবঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে তাঁদের। বুধবার রাতে এমনটাই দাবি করেছিল রাশিয়া। দিল্লির রুশ দূতাবাসের টুইটারে লেখা হয়,” সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এই পড়ুয়াদের পণবন্দি করেছে এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। যে কোনও উপায়ে তাদের রাশিয়া যেতে বাধা দেওয়া হচ্ছে।এর সম্পূর্ন দায় কিভের।” পাশাপাশি বলা হয় রাশিয়া এই ছাত্রছাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার কাজ সংগঠিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সংক্রান্ত একটি টেলিফোনিক কথোপকথনের রিড আউটও প্রকাশ করা হয় রাশিয়ার তরফ থেকে।

এরপরেই ভারতীয় ছাত্রছাত্রীদের পণবন্দি করে রাখার অভিযোগ খারিজ করে নয়াদিল্লি। বৃহষ্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট করে জানান,” ইউক্রেনের ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় নাগরিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। গতকাল অনেক ভারতীয় পড়ুয়া খারকিভ শহর ছেড়ে চলে গিয়েছেন। তবে কাউকে বন্দি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়নি। ” একই সাথে ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইউক্রেন সরকারের উদ্যোগে প্রশংসাও করেছেন তিনি।