HighlightNewsদেশ

আন্তর্জাতিক আদালতে শুরু হয়েছে তদন্ত, বিচার হবে রাশিয়ার যুদ্ধাপরাধ

টিডিএন বাংলা ডেস্ক: আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে শুরু হয়েছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তদন্ত। বিচার করা হবে রাশিয়ার যুদ্ধাপরাধ। এ প্রসঙ্গে এক বিবৃতিতে আইসিসির ( The International Criminal Court) প্রসিকিউটর করিম খান জানিয়েছেন, তিনি আইসিসি প্রেসিডেন্সিকে অবিলম্বে পরিস্থিতির সক্রিয় তদন্তের বিষয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। করিম খান আরো বলেন, আইসিসি এই মুহূর্তে সংস্থার মূল লক্ষ্যের ওপর নজর দেবে। যেখানে বলা হয়েছে, আদালতের এখতিয়ারের মধ্যে থাকা অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করা। একটি টুইট করে এপ্রসঙ্গে তিনি আরো বলেছেন, “৩৯ টি রাষ্ট্রের রেফারেল পাওয়ার পর ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে সক্রিয় তদন্ত শুরু হয়েছে।”
এর আগে সোমবার করিম খান জানিয়েছিলেন, যে তিনি ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে জন্য আদালতের অনুমোদন চাইবেন। একটি বিবৃতিতে তিনি বলেন,”যে কোনও ব্যাক্তি কর্তৃক ইউক্রেনের ভূখণ্ডের যেকোনও অংশে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ বা গণহত্যার অতীত ও বর্তমান অভিযোগের প্রমাণ সংগ্রহ করা শুরু করবে।”

Related Articles

Back to top button
error: