ভ্যাকসিনের অপেক্ষার মাঝেই করোনার নতুন প্রজাতি! নয়া আতঙ্ক বিশ্বে

টিডিএন বাংলা ডেস্ক: ভ্যাকসিনের অপেক্ষার মাঝেই করোনার নতুন প্রজাতি! ফের নয়া আতঙ্ক বিশ্বজুড়ে। নয়া করোনা আগের চেয়েও বহুগুণ বেশি সংক্রামক বলেই দাবি বিশেষজ্ঞদের।ব্রিটেনে করোনার এই নয়া প্রজাতির সন্ধান মিলেছে।