JNU- তে নয়া উপাচার্য, তোপ দাগলেন বরুণ

টিডিএন বাংলা ডেস্ক : JNU তে নতুন উপাচার্য। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এরইমধ্যে বিজেপির অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন সংসদ বরুণ গান্ধি।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসেবে সোমবার শান্তিশ্রী ধুলিপুরি পণ্ডিতকে চেয়ার দিয়েছে কেন্দ্র। নিয়োগপত্র হাতে পাওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে শান্তিশ্রী যে প্রেস বিজ্ঞপ্তি জারি করেন, তাতে বেশ কিছু বানান ও ব্যাকরণগত ভুল ধরা পড়ে। যা তুলে ধরে কার্যত নিরক্ষর বলে তোপ দাগলেন বরুণ গান্ধি। সাংসদের টুইটারের শেষ লাইন, JNU এর মতো প্রতিষ্ঠানের শীর্ষে এমন মধ্য মেধার নিয়োগ আমাদের মানব সম্পদ এবং যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার পক্ষে যথেষ্ট।”

তবে ছাত্রছাত্রীরা বানান ভুল নিয়ে চিন্তিত নয়। তারা চিন্তিত উপাচার্যের কিছু পুরনো টুইট নিয়ে। ২০১৯-২০২১ এর মে পর্যন্ত টুইটে কৃষকদের পরজীবী দালাল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের লুজার্স, দেশদ্রোহী, উগ্র নকশালপন্থী কিংবা শাহিনবাগের সিএএ বিক্ষুব্ধদের জিহাদি বলে কটাক্ষ করেছিলেন। শাহিনবাগে যখন সিএএ আন্দোলন তুঙ্গে তখন টুইটারে লিখেছিলেন, বিজেপি যদি নাথুরাম গডসের পার্টি হয়, তাহলে তৃণমূলের মত যেসব দল মুসলিমদের সমর্থন করে সেগুলি সবাই জঙ্গিদের দল।” শিক্ষা মহলের একটা বড় অংশের অভিযোগ, গেরুয়া অনুগামী জগদীশ কুমারকে ইউজিসি-তে পাঠিয়ে জেএনইউ-কে শায়েস্তা করতেই সংঘের ঘরের মেয়ে হিসেবে পরিচিত শান্তিশ্রীকে ভিসির দায়িত্ব দিয়েছে কেন্দ্র।