হাথরাস কান্ডের প্রতিবাদে নিউটাউনের মানব বন্ধন এসআইও’র

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: উত্তরপ্রদেশের হাথরাসে দলিত যুবতীকে গণধর্ষণ করে খুন ও পরিবারকে না জানিয়ে দাহ সহ পরবর্তী সময়ে ঘটনার প্রতিবাদে মানব বন্ধন করলো ছাত্র সংগঠন এসআইও। রবিবার সংগঠনের উত্তর ২৪ পরগনার পক্ষ থেকে নিউটাউনের চিনার পার্কে মানব বন্ধনের করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক ইমরান আলী, জেলা সম্পাদক মহ: আশরাফুজ্জামান সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মানব বন্ধন থেকে অবিলম্বে হাথরাস কাণ্ডের তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়।