দেশ
গোর্খাল্যান্ড ইস্যুতে বৈঠক ডাকলো কেন্দ্র
টিডিএন বাংলা ডেস্ক: গোর্খাল্যান্ড ইস্যুতে বৈঠক ডাকলো কেন্দ্র। রবিবার নবান্নের উদ্দেশ্যে একটি চিঠি দিয়ে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডির নেতৃত্বে আগামী বুধবার সকাল ১১ টায় দিল্লির নর্থ ব্লকের বৈঠকে রাজ্যের প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। মূলত গোর্খাল্যান্ড ইস্যুতে ডাকা এই বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও দার্জিলিঙের জেলাশাসককে উপস্থিত থাকতে বলা হয়েছে।